বগুড়ায় মন্দিরে চুরি হওয়া মালামালসহ গ্রেফতার ৪

বগুড়ায় ২৪ ঘণ্টার মধ্যে শহরের নামাজগড় ডালপট্টি বারোয়ারি কালী মন্দিরে চুরি যাওয়া মূর্তি, স্বর্ণালংকার ও মালামালসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- চকসূত্রাপুর জহুরুলপাড়া এলাকার মৃত বজলু শেখের ছেলে ফরহাদ হোসেন(৩০), মৃত মতি শেখের ছেলে নয়ন শেখ(৩০), শাজাহানপুর উপজেলার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম(৩২) এবং চকসূত্রাপুর কসাইপাড়া এলাকার মৃত মাহাফুজুর রহমানের ছেলে হাসান আলী(৪৫)।
সোমবার বেলা ১১টার দিকে শহরের চকসূত্রাপুর এলাকার জহুরুল পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বগুড়া জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রোববার রাতে শহরের নামাজগড় ডালপট্টি বারোয়ারি কালিমন্দিরে চুরির ঘটনা ঘটে। এসময় চোরেরা পিতলের তৈরি দুইটি গোপাল ঠাকুরের প্রতিমা, একটি পিতলের তৈরি হনুমান প্রতিমা, পিতলের তৈরি প্রদীপ একটি,একটু কালী প্রতিমার গলার স্বর্ণের মালা ১টি, একটি চাঁন্দীর মালা, দুইটি কানের দুল , একটি নাকের নথ, একটি টিকলি ও সিসিটিভির মনিটর (৩২ ইঞ্চি) একটিসহ অন্যান্য মালামাল চুরি করে।
এ ঘটনায় সোমবার সকালে ডালপট্টি পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজেস গোয়ালা বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর নির্দেশে সদর থানা পুলিশ শহরের ৪ নম্বর ওয়ার্ডের চকসূত্রাপুর এলাকার জহুরুল পাড়ায় অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করে।
আসামীদের স্বীকারোক্তি অনুযায়ী চকসূত্রাপুর কসাইপাড়া এলাকার হাসান আলীর বাড়ি থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়। এসময় হাসান আলীকে চোরাই মালামাল রাখার অপরাধে গ্রেপ্তার করা হয়।
বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, চুরির ২৪ ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতার এবং চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। তাদের মঙ্গলবার আদালতে পাঠানো হবে।
এসএ