পারিবারিক কবরস্থানে সমাহিত হলেন ফজলে রাব্বী মিয়া

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।
জানাজা শেষে গাইবান্ধার সাঘাটায় পারিবারিক কবরস্থানের দুই ছেলের পাশে তাকে সমাহিত করা হয়।
সোমবার (২৫ জুলাই) বিকেলে নিজ গ্রাম গটিয়ায় তাকে দাফন করা হয়। এসময় সংসদ সদস্য, প্রশাসনের ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে ফজলে রাব্বী মিয়ার মরদেহ সাঘাটায় নেয়া হয়। বিকেল সাড়ে ৩টায় উল্লা বাজারের একটি স্কুল মাঠে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে তাকে গার্ড অফ অনার প্রদর্শন করার পর সর্বস্তরের জনসাধারণ তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টায় নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে ৯ মাস ধরে চিকিৎসা নিচ্ছিলেন সেখানে।
১৯৪৬ সালের ১৫ এপ্রিল গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। তিনি গাইবান্ধা ৫ আসনে টানা সাতবারের সংসদ সদস্য ছিলেন। এছাড়া পরপর দুইবার জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন তিনি।