সারাদেশ

সেফটি ট্যাংক বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত

ফেনীতে সেফটি ট্যাংক বিস্ফোরণে তিন সহোদর শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরের নাজির রোড এলাকার রহুল আমিন ভবনের নিচতলায এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত তিন সহোদর শ্রমিক তিন চার বছর যাবত ১২ -১৩ বছরের পুরাতন ভবনের নিচ তলায় খোলা থাকা সেফটি টেংকের উপর টিনের বেড়া দিয়ে থাকতো। বিস্ফোরণে শোয়ার খাট উড়ে গিয়ে তারা মারা যায়। নিহত ৩ জন হলেন খুলনা বাগেরহাট জেলার মোডলগঞ্জ থানার পঞ্চকরন গ্রামের মৃত সৈযদ আলী মুন্সির ছেলে নুর ইসলাম, মনিরুজ্জামান মুন্সি ও আবদুর রহমান।


জানা গেছে, বাড়ির সেফটি ট্যাংক এ জমে থাকা গ্যাস বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময ভবনের নিচতলা সহ দ্বিতীযতলার ছাদ ক্ষতিগ্রস্থ হয।  ঘটনায দু’জন জন শ্রমিক গুরুত্বর আহত হয। তাদের উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময ফাযার সার্ভিস কর্মীরা সেফটি ট্যাংকির ভেতর থেকে মৃত অবস্থায অপর আরেক একজনের লাশ উদ্ধার করে।


পুলিশ জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button