খেলাধুলাপ্রধান খবরফুটবল

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে আয়োজিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশের যুবারা। 

সোমবার (২৫ জুলাই) ভারতের ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে নিজেদের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। 

গোল পেতে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে যুবাদের। শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে প্রথমে হতাশায় ভুগলেও তা গোল করে উড়িয়ে দিয়েছেন মিরাজুল ইসলাম। ম্যাচের শুরু থাকেই বাংলাদেশকে চাপে রাখে শ্রীলঙ্কা। 

৭১তম মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেন মিরাজুল। সতীর্থের পাস বক্সে পেয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। তার এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে পল স্মলির শিষ্যরা।

আগামী বুধবার স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

এই বিভাগের অন্য খবর

Back to top button