তথ্য ও প্রযুক্তি

ফাইভ-জি নেটওয়ার্ক চালু করলো গ্রামীণফোন

দেশের মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক ফাইভ-জি চালু করলো।

মঙ্গলবার (২৬ জুলাই) দেশের দুটি বিভাগের (ঢাকা ও চট্টগ্রাম) কয়েকটি নির্দিষ্ট স্পটে এ সেবা চালুর মাধ্যমে অপারেটরটি ফাইভ-জি দুনিয়ায় যাত্রা করলো।

গ্রামীণফোন বাংলা বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রামীণফোন গ্রাহকের ফাইভ-জি সমর্থিত মোবাইল ফোনে ফাইভ-জি ব্যবহার করা যাবে বলে গ্রামীণফোন সূত্রে জানা গেছে। তবে এজন্য ডিভাইস প্যাচ প্রয়োজন হবে। এই সেবা শুরুর বিষয়টিকে গ্রামীণফোন ‘অনেকটা ট্রায়ালের মতো’ বলে অভিহিত করেছে।

প্রসঙ্গত, গত বছরের ১২ ডিসেম্বর মোবাইল ফোন অপারেটর টেলিটক দেশের কয়েকটি জায়গায় (স্পটে) ফাইভ-জি চালু করে। পরীক্ষামূলকভাবে দেশের ৬টি জায়গায় (স্পটে) ফাইভ-জি চালু করে অপারেটরটি।

এই বিভাগের অন্য খবর

Back to top button