বগুড়া জেলাবগুড়া সদর উপজেলা
বগুড়ায় ত্রুটিপূর্ণ জুতা বিক্রি, ওমনি ফ্যাশনকে জরিমানা

বগুড়ায় ত্রুটিপূর্ণ জুতা ডিসকাউন্টে বিক্রির অভিযোগে ওমনি ফ্যাশনকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেইসাথে অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ টাকা পুরস্কৃত করা হয়।
বুধবার দুপুরে এক ক্রেতার কাছ থেকে অভিযোগ পেয়ে শহরের জলেশ্বরীতলা এলাকায় এ অভিযান চালান অধিদপ্তরের জেলার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। সাথে ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ইফতেখারুল আলম রিজভী জানান, একজন ভোক্তা তাদের কার্যালয়ে অভিযোগ করেন তার কাছে জলেশ্বরীতলার ওমনি ফ্যাশন ত্রুটিপূর্ণ জুতা বিক্রয় করেছে। জুতো পরার প্রথম দিনেই জুতো ছিড়ে কয়েক টুকরো হয়ে যায়। এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা এবং অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ টাকা পুরস্কৃত করা হয়।
এসএ