ধুনট উপজেলা

বগুড়ায় হিরোইনসহ এক নারী আটক

বগুড়ার ধুনটে দুই গ্রাম হেরোইনসহ সিমা খাতুন (২৪) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে সদরপাড়া নিজ বাড়ি থেকে আটক করা হয়। সিমা খাতুন ধুনট পৌর এলাকার সদরপাড়ার সিরাজ উদ্দিনের মেয়ে।

জানা গেছে, সিমা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য বিক্রির অভিযোগের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার শরীর তল্লাশী করে ২ গ্রাম হেরাইন জব্দ করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা জানান, হেরোইনসহ আটক সীমা খাতুনকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button