প্রধান খবরশিবগঞ্জ উপজেলা

বগুড়ায় চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা

বগুড়ার শিবগঞ্জে চোর সন্দেহে অমিত নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বুধবার বেলা আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ৩৫ বছরের অমিত গাইবান্ধার গোবিন্দগঞ্জের চাঁদপাড়া গ্রামের জাফুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে চুরির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে উপজেলার ডাকুমারা হাটের ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের পাশে মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়।

পুলিশ জানায়, অমিতের দেহে একাধিক মারধরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ থেকে ধারনা করা হচ্ছে চুরি করতে গিয়ে ধরা পরার পর তাকে মারধর করা হয়। এতে অমিত মারা যান। পরে তার মরদেহ সুযোগ বুঝে হাটের ভিতরে গলিতে রেখে দেয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, অমিতের বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে। বছর খানেক আগে এই ডাকুমারা এলাকার রব্বানী (কানা) মনহারি ও সাইকেল গ্যারেজে চুরির ঘটনায় জড়িত ছিল তিনি।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস বলেন, ডাকুমারা হাট এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। মৃত্যুর কারণ জানতে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button