বগুড়ায় যুবককে ছুরিকাঘাতের মামলায় ছাত্রলীগ নেতা আরিফ গ্রেফতার

বগুড়ায় শহরের কামারগাড়ী এলাকায় শাহ সুলতান (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনার মামলায় ছাত্রলীগ নেতা আরিফ হোসেন(২৭) কে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি)।
গ্রেফতারকৃত আরিফ কামারগাড়ী এলাকা আজাদ হোসেনের ছেলে। সে মামলার প্রধান আসামী। এছাড়া সে আজিজুল হক কলেজে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। বুধবার গভীর রাতে এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে আরিফসহ ৫ থেকে ৭ জন সহযোগীদের নিয়ে শাহ সুলতানের উপর হামলা করে। এসময় শাহ সুলতানকে বেধড়ক মারধর করে তারা। একপর্যায়ে শাহ সুলতানের নিতম্বে ছুরিকাঘাত করেন তারা পালিয়ে যায়।
বর্তমানে শাহ সুলতান শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি শিবগঞ্জ উপজেলার গোলাম হোসেনের ছেলে ও আজিজুল হক কলেজের দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী। এছাড়া শাহ সুলতানও ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
এই ঘটনায় ভুক্তভোগী শাহ সুলতান বাদী হয়ে ছাত্রলীগ নেতা আরিফ হোসেনসহ ৫ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করেছেন।
বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, এ ঘটনায় মামলার প্রধান আসামি আরিফকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এসএ