বগুড়ায় পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় এক জনের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে দুটি পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এছাড়া একটি বাজারের ১১ টি দোকান পুড়ে গেছে।

নিহত শামিমা বেগম (৪৫) নামে এই গৃহবধূ বশিপুর গ্রামের জাহেদুল ইসলামের স্ত্রী।
বুধবার গভীর রাতে ও বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার শাওইল বাজারে সুতার দোকান ও বশিপুর গ্রামে একটি বসত বাড়িতে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুধবার গভীর রাতে উপজেলার বশিপুর গ্রামে আজাদুল ইসলামের টিনসেডের বসত বাড়িতে আগুন লাগে। রাতেই নওগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট গ্রামবাসির সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে তার আগেই শয়ন ঘরে ঘুমন্ত অবস্থায় গৃহবধু শামিমা বেগম পুড়ে মারা যান। ঘটনায় পর থেকে নিহতের স্বামী আজাদুল ইসলামকে খুঁজে পাওয়া যায়নি।
এছাড়াও বৃহস্পতিবার ভোর রাত ৫টায় উপজেলার নসরতপুর ইউপির শাওইল বাজারে একটি সুতার দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পড়ে ১১টি সুতার দোকানের মালামাল পুড়ে যায়। আদমদীঘির ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই সময় ১১টি দোকানে রাখা প্রায় ২৫ লাখ টাকার সুতাসহ মালামাল পুড়ে যায় বলে জানান মার্কেট মালিক আবু রায়হান।
আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) নাজরানা রউফ জানান, উপজেলার শাওইল বাজারে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এছাড়া বশিপুর গ্রামে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সহকারী পুলিশ সুপার আরো জানান, নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসএ