আদমদিঘী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় জমিতে পুতে রাখা লাশ উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে এক নারীর গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় জমিতে পুতে রাখা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মর্জিনা বেগম (৩৫) শাওইল গ্রামের আবুল কাশেমের তালাক প্রাপ্ত স্ত্রী ও তিন সন্তানের জননী।

বৃহস্পতিবার সকালে উপজেলার মুরইল ভাঙ্গা বিজ্রের উত্তরে কোচপুকুরিয়া নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিবন্ধী আবুল কাশেমের তালাক দেয়া স্ত্রী মর্জিনা বেগম প্রায় ৪ বছর যাবত দুপচাঁচিয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। তিনি মাঝে মধ্যে আদমদীঘি এলাকায় ঘোরাফেরা করতো।


বেলা ১০ টার দিকে জনৈক কৃষক জমিতে গলায় ওড়নার পেঁচানো ও মাথা জমির কাদাতে পুতে রাখা একটি মরদেহ দেখতে পেয়ে হৈচৈ করে। পরে বেলা ১১ টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বলেন, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট এলে প্রকৃত রহস্য জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button