বগুড়ায় করতোয়া নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

বগুড়ায় করতোয়া নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সৈকত (১১) নামে এক স্কুল শিক্ষার্থী মারা গেছেন।
মৃত সৈকত বগুড়া সদরের মালতিনগর শান্তিবাগ এলাকার খোকনের ছেলে। সে বগুড়ার ওয়াইএমসি স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
জানা গেছে, দুপুরে তিন-চারজন বন্ধুর সঙ্গে করতোয়া নদীর ভাটকান্দি ব্রিজের নিচে গোসল করতে নামে সৈকত। তারা ভেলা করে নদীতে ঘুরার সময় ভেলা থেকে পড়ে যায় সৈকত। স্থানীয়রা অনেক খুঁজেও তার সন্ধান পাননি।
পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের খবর দেয়া হয়।
নদীতে তল্লাসীর এক পর্যায়ে ভাটকান্দি ব্রিজ এলাকায় সৈকতের অচেতন দেহ ভেসে উঠে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদরের বনানী পুলিশ ফাঁড়ির এসআই সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএ