জাতীয়প্রধান খবর

একসঙ্গে মৃত্যু, একসঙ্গেই জানাজা

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১১ জনের  মধ্যে পাঁচ জনের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৩০ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে হাটহাজারীর খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একসঙ্গে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় হাটহাজারীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন অংশ নেন।

নিহত ১১ জনের মধ্যে আজ সকালে মোস্তফা নিরু, সামিরুল ইসলাম হাছান, রিদোয়ান ও সজীবের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নিতে আসা সবাই ছিল শোকে বিহ্বল। আত্মীয়স্বজন-প্রতিবেশীদের চোখে নেমে এসেছে শোকের কালো ছায়া।

এসময় জানাজায় স্থানীয় সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালামসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা অংশ নেন। এর আগে গতকাল রাতেই  দুই জনের জানাজা অনুষ্ঠিত হয়ে। এছাড়া নিহতদের মধ্যে শান্ত শীল নামে একজনে শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

এর আগে গতকাল রাত ১০ টার দিকে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে রাত ১১টার দিকে এরপর মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিহতদের গ্রামের বাড়ি হাটহাজারী উপজেলায় পৌঁছালে সেখানে স্বজনদের শোকের মাতম করতে দেখা যায়। শোকে যেন স্তব্ধ হয়ে পড়ে পুরো গ্রাম।

উল্লেখ্য, গতকাল দুপুর দেড়টার দিকে বড়তাকিয়া রেলস্টেশনের কাছে খৈয়াছড়া ঝরনা এলাকায় মীরসরাইয়ে রেললাইন পার হওয়ার সময় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় নিহত হন এই ১১ জন।

এই বিভাগের অন্য খবর

Back to top button