সারাদেশ

“টিকটক’-এর জন্য পৃথিবী থেকে চির বিদায় নিল শিশু

রায়পুর উপজেলার সোনাপুরের রাখালিয়া গ্রামে সাজ্জাদ হোসেন হিমেল (৮) নামের এক শিশু টিকটক ভিডিও বানাতে নিজেই নিজের গলায় রশি পরে পৃথিবী থেকে চির বিদায় নিল।

শুক্রবার (২৯ জুলাই) দুপুরে উল্লেখিত ঐ গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত সাজ্জাদ ওই এলাকার প্রবাসী মো. খোকনের ছেলে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সাজ্জাদ তার মোবাইলে টিকটকে একটি মেয়ের আত্মহত্যার অভিনয় দেখে। সেও ওই মেয়ের মতো টিকটকে আত্মহত্যার অভিনয় করলেও মারা যাবে না বলে মাকে জানায়। পরে শুক্রবার দুপুরে তিনি পুকুরে গোসল করতে যান। তার আগে শিশুটি মায়ের কাছে মোবাইল দিয়ে যাওয়ার জন্য বায়না ধরে, কিন্তু তিনি তাতে রাজি না হয়ে সাজ্জাদকে ঘরের ভেতরে রেখে বাইরে তালা দিয়ে যান। গোসল শেষে তিনি ঘরে এসে ছেলের মরদেহ ঝুলতে দেখেন।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

পুলিশ জানান, ‘শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। কারও বিরুদ্ধে শিশুটির পরিবারের কোনো অভিযোগ নেই। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button