টুইটারের বিরুদ্ধে পাল্টা মামলা করলেন ইলন মাস্ক

টুইটারের মামলার জবাবে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক টুইটারের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেছেন।
মামলার ১৬৪ পৃষ্ঠার নথিটি এখনও প্রকাশ্যে আসেনি, তবে আদালতের নিয়মানুসারে এর একটি সংশোধিত সংস্করণ শিগগিরই প্রকাশিত হবে। শনিবার (৩০ জুলাই) গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
ইলন মাস্ক টুইটার চুক্তি থেকে সরে দাঁড়ানো বিষয় নিয়ে ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া ৫ দিনের বিচার কাজ চলার আদেশ দেন ডেলাওয়্যার কোর্ট অব চ্যান্সেরির চ্যান্সেলর ক্যাথালিন ম্যাককরমিক। এর কয়েক ঘণ্টা পরেই ২৯ জুলাই এ পাল্টা মামলা ঠুকে দেন ইলন মাস্ক।
গার্ডিয়ান এ বিষয়ে টুইটার কর্তৃপক্ষকের সঙ্গে যোগাযোগ করলেও মাইক্রো ব্লগিং সাইটটি তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
এছাড়াও শুক্রবার, একজন টুইটার শেয়ারহোল্ডার ক্ষতিপূরণ চেয়ে মাস্কের বিরুদ্ধে মামলা করেছিলেন। মামলাকারী টুইটার চুক্তিটি শিগগিরই নিষ্পত্তি করতে বলেছেন।
এর আগে গত ১২ জুলাই টুইটার কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের ডেলওয়ার আদালতে ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করে। টুইটারের সঙ্গে ৪৪ বিলিয়নের চুক্তি বাতিল করায় মাস্কের বিরুদ্ধে এ মামলা করা হয়।
এসএ