সারাদেশ

বড়পুকুরিয়া খনির ৫২ শ্রমিক করোনায় আক্রান্ত

পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু করার তিন দিন পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ৫২ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হওয়ায় কয়লা উৎপাদন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার।

এর আগে ২৭ জুলাই খনির নতুন ফেজ থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু করে কর্তৃপক্ষ।

৩০ এপ্রিল উত্তোলনকৃত ১৩১০ নং ফেজ থেকে মজুত শেষ হয়ে যাওয়ায় ওই খনিতে কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। পরে ফেজটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর পরিত্যক্ত ফেজের ব্যবহারযোগ্য যন্ত্রপাতি স্থানান্তর ও নতুন প্রয়োজনীয় যন্ত্রপাতি বসিয়ে ১৩০৬ নং ফেজ থেকে কয়লা উত্তোলন করার প্রক্রিয়া শুরু করে কর্তৃপক্ষ।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button