প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলার আসামী গ্রেফতার

বগুড়ায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ ওয়াজেদ হোসেনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ওয়াজেদ হোসেন বগুড়ার সদর উপজেলার নামুজা ভান্ডারী পাড়ার শাহাদাত হোসেনের ছেলে। রাজধানী ঢাকার রামপুরা থেকে শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান,
ওয়াজেদ হোসেন নামুজা বাজারে সার এবং কীটনাশকের ব্যবসা করত। ব্যবসার সুবাদে বিভিন্ন ব্যাংক এবং প্রতিষ্ঠান থেকে এর থেকে দেড় কোটি টাকা ঋণ গ্রহন করেন। ঋণ পরিশোধ না করে ৪/৫ বছর বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকলে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান বিজ্ঞ আদালতে মামলা দাখিল করেন। আদালত তার নামে আটটি মামলায় সর্ব মোট ১০ বছর সাজা এবং দেড় কোটি টাকা প্রদানের রায় ঘোষণা হয়।

তিনি আরো জানান, পরবর্তীতে তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এবং সিনিয়র কর্মকর্তাদের সহায়তায় ঢাকা তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button