খেলাধুলাফুটবল

মালদ্বীপকে উড়িয়ে দিয়ে ফাইনালে পথে বাংলাদেশ

অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। আজ শুক্রবার ভারতের ভুবনেশ্বরে লিগ পর্বের তৃতীয় ম্যাচে মালদ্বীপকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে পথে এগিয়ে গিয়েছে লাল-সবুজের জার্সিধারীরা।

বাংলাদেশের চারটি গোল-ই হয় প্রধমার্ধে। বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন মিরাজুল ইসলাম। অপর গোলটি করেছেন রফিকুল ইসলাম। দ্বিতীয়ার্ধে মালদ্বীপের জাইন জাফর একটি গোল শোধ দেন।

মালদ্বীপের বিপক্ষে ম্যাচের ২০ মিনিটে মিরাজুল তার প্রথম গোল করেন। ২২ মিনিটের মাথায় নিজের জোড়া গোল পূর্ণ করলে বাংলাদেশ এগিয়ে যায় ২-০ ব্যবধানে। ৩৫ মিনিটে মিরাজুলের বাড়িয়ে দেওয়া বল থেকে রফিকুল গোল করলে ব্যবধান হয় ৩-০। বিরতিতে যাওয়ার আগে ৪২ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মিরাজুল। আর বাংলাদেশ এগিয়ে যায় ৪-০ ব্যবধানে।

বিরতির পর অবশ্য বাংলাদেশ আর কোনো গোল পায়নি। ৫৩ মিনিটে মালদ্বীপের জাফর একটি গোল করে ব্যবধান কমান। তবে শেষ দিকে মিরাজুল আরও একটি গোল পেতে পারতেন। দুর্ভাগ্য তার, নিশ্চিত গোলের শট পোস্ট কাঁপিয়ে ফিরে আসে। কিন্তু তাতে কি, বাংলাদেশ ৪-১ ব্যবধানের জয় তুলে নিয়ে ফাইনালে যে এক পা দিয়ে রেখেছে।

সোমবার বিকেলে লিগ পর্বের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে ড্র করতে পারলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে।

প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হারায় শ্রীলঙ্কাকে। এরপর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতকে হারায় ২-১ গোলে। আজ মালদ্বীপকে হারিয়ে ৩ ম্যাচ থেকে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নেওয়ার পাশাপাশি ফাইনালে পথে এগিয়ে গেল মিরাজুল-রফিকুলরা।

রবিবার নেপাল-ভারতের মধ্যকার ম্যাচে নেপাল জয় পেলে বাংলাদেশের ফাইনাল এক প্রকার নিশ্চিত হয়ে যাবে। ২ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে নেপাল অবস্থান করছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। ২ ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে ভারত আছে তৃতীয় স্থানে।

বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা এই ৫ দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। এবারের আসরের খেলা হচ্ছে লিগ পদ্ধতিতে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল অংশ নেবে ফাইনালে।

এই বিভাগের অন্য খবর

Back to top button