প্রধান খবরসারাদেশ
বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

গাজীপুরের কালিয়াকৈরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। শনিবার (৩০ জুলাই) রাত দশটা ৫০ মিনিটে মাকিষবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, কালিয়াকৈর থেকে ছেড়ে যাওয়া ইতিহাস পরিবহনের বাসটি মাকিষবাথান এলাকায় পৌঁছালে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা পাঁচজনের মধ্যে দুইজন ঘটনাস্থলেই নিহত হন। অন্য তিনজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং অন্য একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ বিনা ময়নাতদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।