বগুড়া জেলা

নিজের অন্ডকোষ কেটে বগুড়া শজিমেকে ভর্তি এক যুবক

সিরাজগঞ্জে নিজের অন্ডকোষ কেটে গুরুতর অসুস্থ অবস্থায় বগুড়া শজিমেকে ভর্তি আব্দুল মজিদ (৪৫) নামের দুই সন্তানের জনক। তবে এখনো জানা যায়নি এ ঘটনার রহস্য।

রবিবার দিবাগত রাত ২টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের সান্দ্রা গ্রামে ঘটনাটি ঘটেছে। আব্দুল মজিদ ওই এলাকার হাজী খোরশেদ আলমের ছেলে।

বারুহাস ইউনিয়নের ইউপি সদস্য আতাউর রহমান আতাব জানান, প্রতিদিনের ন্যায় মজিদ রাতের খাবার খেয়ে স্ত্রী ও মেয়ের সঙ্গে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে তার কাতরানোর শব্দ শুনে পাশে শুয়ে থাকা তার স্ত্রী জেগে উঠে। এ সময় তার পাশে একটি দা পড়ে থাকতে দেখেন তার স্ত্রী। সেই দা দিয়েই মূলত তার পুরুষাঙ্গের একটি অন্ডকোষ কেটে ফেলেন মজিদ।

আশঙ্কাজনক অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে কি কারণে আব্দুল মজিদ এ ঘটনা ঘটিয়েছেন তা এখনো জানা যায়নি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button