আজ শেষ হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলের লিগ পর্ব। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে টানা তিন ম্যাচ জিতেও ফাইনাল নিশ্চিত হয়নি বাংলাদেশের। শেষ প্রতিপক্ষ নেপালের বিপক্ষে এক পয়েন্ট পেলেই নিশ্চিত হবে ফাইনাল।
মঙ্গলবার ভূবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।
নেপালের বিপক্ষে ড্র করলেই শিরোপা লড়াই নিশ্চিত হবে বাংলাদেশের। যদি একই দিনে হওয়া দ্বিতীয় ম্যাচে ভারত মালদ্বীপের কাছে পয়েন্ট হারায় তবে ফাইনালে চলে যাবে বাংলাদেশ ও নেপাল।
আর যদি ভারত জিতেই যায় তবে তিন দলেরই পয়েন্ট হবে সমান ৯ করে। তখন একে অপরের বিপক্ষে ম্যাচের ফল হিসেব করা হবে। মুখোমুখি দেখাতেও যদি সমান থাকে তাহলে গোল ব্যবধানে দুই ফাইনালিস্ট নির্ধারণ করা হবে। নেপালকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের গোল ব্যবধান বাড়িয়ে নিয়েছে ভারত। তারা নেপালকে হারিয়েছে ৮-০ গোলে।
নেপালকে ফাইনালে যেতে হলে বাংলাদেশকে তো হারাতেই হবে সেই সঙ্গে বাড়িয়ে নিতে হবে গোলও। এদিকে বাংলাদেশের গোল ব্যবধান (+৫)।
বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দলের সহঅধিনায়ক মইনুল ইসলাম বলেন, আমরা ভালো খেলেই ফাইনালে যেতে চাই এবং ফাইনালেও যাতে ভালো খেলতে পারি তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।
এসএ