বিনোদন

বাকী জীবন আমরা একসঙ্গেই থাকতে চাই: ওমর সানী

দীর্ঘ ২৭ বসন্ত পার করছেন মৌসুমী-ওমর সানী একসাথে। সিনেমার পর্দায় প্রেমের অভিনয় করতে করতে ১৯৯৫ সালের ২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে প্রেমের পূর্ণতা দেন এ জুটি। আজ এ জুটির সংসার জীবনের ২৭ বছর।  

১৯৯৪ সালে পরিচালক দিলিপ সোম মৌসুমী-ওমর সানীকে নিয়ে নির্মাণ করেন ‘দোলা’ সিনেমাটি। এই সিনেমা দিয়েই একসঙ্গে অভিনয়ের শুরু। তারপর দুজনার মাঝে প্রেমের সূচনা হয়। তারপর বিয়ে।

তাদের সংসারে আছেন দুই সন্তান পুত্র ফারদিন ও কন্যা ফাইজা। ফারদিন বিয়ে করেছেন।

ওমর সানী বলেন, ‘আমাদের দু’জনার মধ্যে প্রবল আত্মবিশ্বাস রয়েছে। একে অন্যকে ছাড় দেই এবং আমাদের ভেতর বোঝাপড়াও অনেক ভালো। আমরা দুজনই আমাদের ছেলেমেয়েদের কথা অনেক চিন্তা করি। বাকী জীবন আমরা একসঙ্গেই থাকতে চাই।’

মৌসুমী-ওমরসানী একসঙ্গে ৪০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। এগুলোর মধ্যে অন্যতম হলো: ‘দোলা’, ‘আত্ম অহংকার’, ‘লাট সাহেবের মেয়ে’, ‘রঙিন রংবাজ’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরীবের রানী’, ‘প্রিয় তুমি’, ‘শান্তি চাই’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’, ‘লজ্জা’, ‘সংসারের সুখ দুঃখ’ ও ‘কথা দাও’।

এই বিভাগের অন্য খবর

Back to top button