রাজ-পরীমনির অপেক্ষা
খুব শিগগির রাজ-পরীর ঘরে আসতে চলেছে নতুন অতিথি। তাকে বরণ করে নিতে প্রস্তুতির কমতি রাখছেন না তারা। পুত্র সন্তান হলে নাম হবে ‘রাজ্য’ এবং কন্যা হলে নাম রাখবেন ‘রাণী’- সন্তানসম্ভবা হলে নিজের অনাগত সন্তানের নাম নিয়ে চলতি জানুয়ারিতেই এমন ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি।
মধুর অপেক্ষায় কাটছে রাজ ও পরীমনির দিন। কিছুদিন পরই পৃথিবীর আলো দেখবে এই দম্পতির প্রথম সন্তান। এ নিয়ে দু’জনেই উচ্ছ্বসিত। প্রতিটি মুহূর্তই যেন নতুনভাবে অনুভব করছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনাগত সন্তান ও নিজের মাতৃত্ব নিয়ে নিয়মিত আপডেট দিচ্ছেন পরীমনি।
মঙ্গলবার (২ আগস্ট) এই চিত্রনায়িকা বেশ কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করে লিখেছেন,‘তার আসার আয়োজন’। ছবি ও ভিডিওতে দেখা যায়, বিছানায় ছড়ানো অনাগত সন্তানের জন্য কেনা পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে ছোট্ট জুতো সহ বহু সামগ্রী! এসব আয়োজনের চিত্র ফেসবুকে শেয়ার করেছেন পরীমনি। ছবি-ভিডিওতে দেখালেন, কী কী সাজিয়ে রেখেছেন সন্তানের জন্য। ক্যাপশনে নায়িকা বললেন, ‘তার আসার আয়োজন…’।
জামাকাপড় ও আনুষাঙ্গিক জিনিসপত্রগুলো সাজিয়ে রেখে সেটার পাশে বসে আছেন রাজ। আর তার কোলে হেলান দিয়ে শুয়ে আছেন পরী। এমনই ভালোবাসাময় ছবি শেয়ার করেছেন নায়িকা। যা দেখে মুগ্ধ হচ্ছেন ভক্ত-অনুসারীরা।
এদিকে পরীমণির মা হওয়ার প্রাক্কালে তার জন্য অনেকেই উপহার ও খাবার নিয়ে আসছেন। গত কয়েকদিনে তার জন্য নিজ হাতে রান্না করে খাবার নিয়ে এসেছেন অভিনেত্রী শিল্পী সরকার অপু ও নির্মাতা চয়নিকা চৌধুরী। দু’জনকেই ‘মা’ বলে সম্বোধন করেন নায়িকা। তারও আগে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা উপহার পাঠিয়েছেন পরীর জন্য।
গেল বছর গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত চলচ্চিত্র ‘গুণিন’-এর সেটে শরিফুল রাজ ও পরীমনির পরিচয় ও প্রেম। পরবর্তীতে তাদের প্রেম গড়ায় পরিণয়ে। গত বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই জুটি।