বগুড়ায় শ্যামলী আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বগুড়ায় শ্যামলী আবাসিক হোটেলের রুম থেকে তানভীরুল ইসলাম(২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত তানভীরুল বরগুনার বামনার কোলাগাছিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
মঙ্গলবার বিকাল চারটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, সোমবার মধ্য রাত প্রায় দেড়টার দিকে আবাসিক হোটেলের ৬০৫ নম্বর কক্ষে উঠেন তানভীরুল। দুপুর পর্যন্ত তার রুম গিয়েও কোন সাড়া শব্দ পাওয়া যায় না। ঘটনাটি হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানালে খবর পেয়ে পুলিশ পৌঁছে রুমের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।
বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, ঝুলন্ত অবস্থায় তানভীরুলের লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। সে কোন উদ্দেশ্যে বগুড়ায় এসেছিল এবং কেন আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। তার পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। পুলিশও তদন্ত অব্যাহত রেখেছে।
এসএ