সারাদেশ

পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ৮০ হাজার মার্কিন ডলার

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৮০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি সীমান্ত থেকে বিদেশি মুদ্রাগুলো উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা বিজিবি-৬ এর অধিনায়ক শাহ মোহাম্মদ ইশতিয়াক বলেন, একদল চোরাকারবারি ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করতে যাচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় চোরাকাবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে আটটি ইউএস ডলারের বান্ডিল (এক হাজার পরিমাণের) ৮৫ নম্বর মেইন পিলারের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি মুদ্রাগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা ডলারগুলো দামুড়হুদা মডেল থানায় জমা দেয়া হয়েছে। সেই সঙ্গে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাকারবারি ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button