আন্তর্জাতিক খবর

পাকিস্তানের নিখোঁজ হেলিকপ্টারের ৬ সেনা সদস্য নিহত

পাকিস্তানের বেলুচিস্তানে নিখোঁজ সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে ছয় সেনা সদস্য প্রাণ হারিয়েছেন।  

গতকাল মঙ্গলবার পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) তাদের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা নিহতের ঘটনাটি নিশ্চিত করে।

গত সোমবার (১ জুলাই) হেলিকপ্টারটিতে করে তারা লাসবেলায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিদর্শনে গিয়েছিলেন।

বিবৃতিতে পাকিস্তানের আইএসপিআর জানায়, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কোয়েটা থেকে করাচি যাওয়ার পথে সামরিক হেলিকপ্টারটি নিখোঁজ হয়।এতে থাকা কর্মকর্তাগণ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্যা ত্রাণ কার্যক্রম তদারকি করছিলেন।

স্বাভাবিক বর্ষা ছাড়াও প্রবল বৃষ্টিপাত ও ব্যাপক বন্যায় অঞ্চলটি মারাত্মক ক্ষতি মোকাবিলা করছে। শত শত মানুষ মারা গেছে। সেনাবাহিনী সেখানে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় নিয়োজিত রয়েছে।

এ কার্যক্রম পরিদর্শনে ঊর্ধ্বতন কর্মকর্তারা যে হেলিকপ্টারে গিয়েছিলেন, সেটির ধ্বংসাবশেষ মুসা গোঠ, উইন্ডার, লাসবেলায় পাওয়া গেছে। খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

সেনাবাহিনীর মিডিয়া উইং বলছে, হেলিকপ্টার দুর্ঘটনায় কোয়েটার কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট ও কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলী নিহত হয়েছেন।  

এছাড়া পাকিস্তান কোস্ট গার্ডের ডিরেক্টর-জেনারেল মেজর জেনারেল আমজাদ হানিফ, কমান্ডার ইঞ্জিনিয়ার্স ১২ কোরের ব্রিগেডিয়ার মুহাম্মদ খালিদ, পাইলট মেজর সাঈদ আহমেদ, কো-পাইলট মেজর মুহাম্মদ তালহা মানান, ক্রু প্রধান নায়েক মুদাসির ফাইয়াজ নিহত হন।

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। শত শত বাড়ি-ঘর বন্যার পানিতে ভেসে গেছে। দেশটিতে বর্ষা শুরু হওয়ার পর এখন পর্যন্ত হওয়া নানা দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৩২০ ছাড়িয়ে গেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button