প্রধান খবরবগুড়া জেলা
বগুড়ায় ৪ কেজি গাঁজাসহ নারী আটক

বগুড়ায় চার কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা।
আটককৃত নারী কুমিল্লার চান্দিনা থানার ডুমুরিয়া গ্রামের মাহাবুল হাসানের কন্যা মোছা. জান্নাত(৩৬)।
বুধবার সকাল সোয়া ৮টার সময় সিলিমপুর এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়।
৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ার অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) সৈয়দ আবু সায়েম জানান,
নওগাঁগামী বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ উক্ত নারীকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় দুই লাখ টাকা।
এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এসএ