বগুড়া জেলা
বগুড়া চেম্বারের তরুণ-তরুণীদের মাঝে ঋণ প্রদান

তরুণ উদ্যোক্তা তৈরীর লক্ষে ” প্রধানমন্ত্রীর” ভিশন বাস্তবায়নে ১৮থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণীদের মাঝে ঋণ প্রদান করেন বগুড়া চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন।
বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে বিনাসুদ ও জামানত বিহীন এ ঋণ প্রদান করা হয়।
২৪৭ জন ঋণ প্রত্যাশী অনলাইন ও অফলাইন আবেদনকারীদের মধ্যে থেকে প্রাথমিকভাবে যাচাই বাছাই শেষে ১৫৭ জনের স্বাক্ষাৎকার গ্রহণ করা হয় এবং তাদের মধ্যে থেকে চূড়ান্তভাবে ৫২ জনকে মনোনীত করে সরেজমিনে তদন্ত শেষে ১ম পর্যায়ে উদ্যোক্তা ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে ঋণ গ্রহীতা বৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বার অব কমাস এন্ড ইন্ড্রষ্ট্রির সহ সভাপতি মাফুজুল ইসলাম রাজ, পরিচালক তৌফিকুর রহমান বাপ্পী ভান্ডারী, আবু ওবায়দুল হাসান ববি, সাইরুল ইসলাম সাবেক সহ সভাপতি এনামুল হক দুলাল।
এসএ