ভোলায় বৃহস্পতিবার (৪ আগস্ট) হরতাল ঘোষণা করেছে ভোলা জেলা বিএনপি।
ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় আহত জেলা ছাত্রদল সভাপতির মৃত্যুর ঘটনায় এই কর্মসূচী দেয়া হয়েছে।
এর আগে, ভোলায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত আরও একজন মারা গেছেন।
তিনি হলেন, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম।
বুধবার (৩ আগস্ট) রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গত ৩০ জুলাই, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেল গ্যাসের মূল্যবৃদ্ধি এবং লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সেদিনই আব্দুর রহিম নামের স্থানীয় এক যুবদল নেতা নিহত হন এবং ৬ পুলিশ সদস্যসহ বিএনপির অন্তত ৫০ জন আহত হন।