সারাদেশ
বাস ডাকাতি-ধর্ষণ: ৫ দিনের রিমান্ডে ডাকাত দলের সদস্য রাজা মিয়া

টাঙ্গাইলে চলন্ত বাসে ধর্ষণ ও ডাকাতির মামলায় গ্রেপ্তার ডাকাত দলের সদস্য রাজা মিয়াকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বাদল কুমার চন্দ এ রিমান্ড মুঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার ২ আগস্ট দিনগত রাতে কুষ্টিয়া থেকে ঈগল পরিবহনের একটি বাস ৩০-৩৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার পথে এ ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।
এসএ