প্রধান খবরসারাদেশ

ভোলায় চলছে বিএনপি’র হরতাল

পুলিশের সাথে সংঘর্ষে নিহত স্বেচ্ছাসেবক দলকর্মী আব্দুর রহিম ও জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুতে জেলা বিএনপি ভোলায় আজ সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। সকাল থেকেই শান্তিপূর্ণভাবে হরতাল পালন হচ্ছে। তবে সকালে হরতালের পক্ষে-বিপক্ষে কোনো মিছিল করতে দেখা যায়নি।

সকালে ভোলা শহরে সমস্ত দোকানপাট ও শপিংমলগুলো বন্ধ ছিল। কোন ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলেনি। সকল দোকানপাট বন্ধ থাকার পাশাপাশি রিকশাসহ সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুটি মৃত্যুর শোকে পুরো শহর যেন নীরবতা পালন করছে। তবে সকালে হরতালের পক্ষে কিংবা বিপক্ষে কোনো মিছিল মিটিং করতে দেখা যায়নি।

উল্লেখ্য, জ্বালানি সাশ্রয়ে সরকার দেশজুড়ে যে লোডশেডিং করছে, তার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে গিয়ে গত রোববার ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিমের মৃত্যু হয়। এতে পুলিশের সাথে বিএনপির অর্ধশতকর্মী আহত হয়। গুরুতর আহত হয়েছিলেন নুরে আলম। গতকাল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম মারা যায়। এ খবরে ক্ষোভে ফেটে পড়ে ভোলার বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। তাৎক্ষণিক বিক্ষোভ করেন তারা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি হরতালের সমর্থনেও মিছিল করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button