প্রধান খবরসারাদেশ
সড়কে গণপরিবহন সংকট, চরম ভোগান্তিতে যাত্রীরা

জ্বালানি তেলের দাম বাড়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন সড়কে গণপরিবহন সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
শনিবার (৬ আগস্ট) সকাল থেকে বিভিন্ন এলাকায় এ দুর্ভোগ দেখা গেছে।
এক যাত্রী বলেন, ভোর থেকে বৃষ্টি হচ্ছে। এ জন্য আজ হাতে একটু বেশি সময় নিয়ে বের হয়েছি। কিন্তু এক ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো বাসে উঠতে পারিনি। সড়কে বাস কম, যে কয়টা বাস আসছে সেগুলো আগে থেকেই যাত্রীতে পরিপূর্ণ হয়ে আসছে। ফলে সেই বাসে আর ওঠার সুযোগ থাকছে না।
এক পোশাক শ্রমিক বলেন, সকাল থেকে বৃষ্টি মধ্যে দাঁড়িয়ে আছি বাসের জন্য। কিন্তু প্রতিদিন যে পরিমাণ বাস সড়কে চলাচল করে আজ সেই পরিমাণ বাস নেই। নির্দিষ্ট সময় আজ হয়তো অফিসে পৌঁছাতে পারবো না।