প্রধান খবর
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

বগুড়ার সান্তাহারে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে সালমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১১ টার দিকে পাঁচবিবি রেলওয়ে স্টেশনের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা জয়পুরহাটের পাঁচবিবির নাকোরগাছী গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী।
সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনটি পাঁচবিবি রেলস্টেশন অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়েন ওই বৃদ্ধ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এসএ