সারাদেশ
পার্কে ঘুরতে গিয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

ময়মনসিংহে এক সঙ্গে পার্কে ঘুরতে গিয়ে বন্ধুর ছুরিকাঘাতে আসাদ (১৮) নামে এক তরুণ খুন হয়েছেন।
সোমবার (৮ আগস্ট) রাত ৮ টার দিকে সদর উপজেলায় চুরখাই প্রিয়কুঞ্জ পার্ক এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আসাদ ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।
জানা গেছে, আসাদ তার বেশ কয়েকজন বন্ধুকে নিয়ে চুরখাই প্রিয়কুঞ্জ এলাকায় ঘুরতে যান। সেখানে গিয়ে কথা কাটাকাটির জেরে আসাদকে তার বন্ধুদের মাঝেই কেউ ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।