ধুনট উপজেলাপ্রধান খবর

বগুড়ায় বালুবাহী ট্রাকচাপায় পরিচ্ছন্নতা কর্মী নিহত

বগুড়ার ধুনট উপজেলায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হোগলু কুমার হাওয়ালদার (৪২) নামে এক পরিচ্ছনতা কর্মী মারা গেছেন।

মঙ্গলবার বিকেলের দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হোগলু কুমার উপজেলার বিলচাপড়ী গ্রামের খোকা দাসের ছেলে। তিনি বিলচাপড়ী সরকারি হাটের পরিচ্ছন্নতা কর্মী।

এর আগে মঙ্গলবার সকাল ১১টার দিকে বঙ্গালি নদীর বিলচাপড়ী সেতুর কাছে এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, ট্রাক চালক সবুজ মিয়া বাঙ্গালি নদী থেকে বালু পরিবহনের জন্য বিলচাপড়ী সেতুর কাছে রাস্তার উপর ট্রাক থামিয়ে পাশের স্টলে চা পান করেন। এমন সময় বিলচাপড়ী হাট পরিস্কার করে হোগলু কুমার ওই ট্রাকের নীচে ছাঁয়ায় বসে বিশ্রাম করছিলেন। কিন্ত ট্রাকের নীচে হোগলু কুমারের বিশ্রামের বিষয়টি না জেনেই চালক চা পান শেষে তড়িঘড়ি করে ট্রাকটি চালিয়ে রওনা দেয়। তখন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আহত হয় হোগলু কুমার।

স্থানীয় লোকজন হোগলুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হোগলু কুমার মারা যান।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা জানান, হোগলু কুমার নিহত হওয়ার খবর পেয়ে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়েছে। কিন্ত চালক পলাতক রয়েছে। ট্রাকের চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button