জাতীয়

দেশে ডিজেল, অকটেন ও পেট্রোল মজুত আছে

দেশে বর্তমানে ৩০ দিনের ডিজেল এবং ১৮ দিনের অকটেন ও পেট্রোল মজুত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদ।

বুধবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে বিপিসির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

প্রকল্পের টাকা থেকে ৬ মাসের জ্বালানি তেলের দাম সমন্বয়ের দাবি জানিয়ে এ বি এম আজাদ বলেন, প্রায় সব ফিক্সড ডিপোজিট ভেঙে আমদানি ব্যয় মেটাতে হচ্ছে। প্রকল্পের জন্য বরাদ্দ করা টাকা ৩৪ হাজার কোটি টাকা থেকে কমে এখন ১৯ হাজার টাকায় এসে দাঁড়িয়েছে।

তিনি বলেন, আগস্টের প্রথম সপ্তাহে বিপিসির প্রতি লিটার ডিজেলে ১২০ টাকা খরচ হচ্ছে। এতে লিটারপ্রতি ৬ টাকার মত লোকসান দিতে হচ্ছে। ২০২০-২১ অর্থবছরে বিপিসির ৫ হাজার কোটি টাকার বেশি লোকসান হয়। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলােই পর্যন্ত ৮ হাজার কোটি টাকার বেশি লোকসান হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button