বিনোদন

শুটিং করতে গিয়ে পা ভেঙেছে শিল্পা শেঠির

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ ওয়েব সিরিজের শুটিংয়ের সময় বাঁ পায়ে আঘাত পান। পরে হাসপাতালে নিয়ে পরীক্ষা করানো হলে ডাক্তার জানান, তার পা ভেঙেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার (১০ আগস্ট) বিকালে শিল্পা তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, হুইল চেয়ারে বসে আছেন শিল্পা। তার বাঁ পায়ে বেল্ট পরানো। হাস্যেজ্জ্বল মুখে দু’হাতে ভি চিহ্ন প্রদর্শন করছেন।

আর ক্যাপশনে লিখেছেন, তারা বলেছিল রোল, ক্যামেরা, অ্যাকশন- ‘পা ভাঙো’। আক্ষরিক অর্থে আমি তাই করেছি। আগামী ৬ সপ্তাহ ক্যামেরার বাইরে থাকতে হবে। খুব শিগগির আরো শক্তি নিয়ে ফিরব।

গতকাল শিল্পা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। তাতে ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যের শুটিং করতে দেখা যায় তাকে। ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ ওয়েব সিরিজে এ লুকে দেখা যাবে শিল্পাকে।

এই বিভাগের অন্য খবর

Back to top button