প্রধান খবরবগুড়া সদর উপজেলা

বগুড়ায় ডাকাতির প্রস্ততিকালে ৭ ডাকাত আটক

বগুড়ায় ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ডাকাত দলের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ।

১০ আগষ্ট রাত প্রায় সাড়ে ১২ টার দিকে বড়গোলাস্থ লালমাটি ঘাট লেন করতোয়া নদীর পার থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটক হওয়া ডাকাতরা হলো, ঘাবতলী শিববাটি এলাকার শ্রীঃ চঞ্চল কুমার দাসের ছেলে শ্রী জয় দাস (২৬), মৃত চিনা ব্যাপারীর ছেলে মোঃ ভোট মিয়া (২৯), মোঃ বাবু ব্যাপারীর ছেলে মোঃ আরিফ ব্যাপারী (২৬), উভয় শহরের উত্তর চেলোপাড়া এলাকার বাসিন্দা। চেলোপাড়া বিহারী পট্টি এলাকার হারুনুর রশিদের ছেলে মোঃ মাসুম (২৯), নামাজগড় ডালপট্টি এলাকার ছেলে মৃত নাছিম উদ্দিনের ছেলে মোঃ মামুন শেখ (৪৯), মোঃ আরিফ (৩০), পিতা মৃত-শহিদুল ইসলাম, শ্রী সাজন কুমার দাস (২৫), পিতা মৃত-সুধির কুমার দাস, উভয় চকসূত্রাপুর চামড়া গুদাম এলাকার বাসিন্দা।

আটক হওয়া ডাকাতদের কাছ থেকে একটি বড় হাসুয়া, একটি বড় চাপাতি, একটি ছুরি, একটি লাঠি, একটি লোহার রড়, ২ টি রশি জব্দ করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, ডাকাতদের ভিতর পাঁচ জনের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা সহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। তারা ধারালো অস্ত্র ব্যবহার করে রাস্তায় চলাচলরত বিভিন্ন গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়ি, পথচারীদের জিম্মিকরে ডাকাতি করে থাকে।

সদর থানায় তাদের বিরুদ্ধে প্রচলিত আইনের মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button