বগুড়ায় বাবা’কে কুপিয়ে হত্যা করলো ছেলে
বগুড়ার দুপচাঁচিয়ায় বাবা মোজাম্মেল হককে (৯০) কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে।
নিহত মোজাম্মেল উপজেলার চামরুল ইউনিয়নের কোলগ্রাম ডাক্তারপাড়ার বাসিন্দা। আসামী মোমিনুল ইসলাম ফালা (৩৮) মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন।
বৃহস্পতিবার সকালে উপজেলার চামরুল ইউনিয়নের কোলগ্রাম ডাক্তারপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে,মোমিনুল বগুড়া সরকারি আজিজুল হক কলেজে সমাজ বিজ্ঞান বিভাগে অনার্স পড়াকালে মাদকাসক্ত হয়ে পড়ে।
অনার্স পাস করার পরপরই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এ কারণে তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ফিরলেও মোমিনুল আর স্বাভাবিক হতে পারেনি। সকালে তার বাবা ভাত খেতে বসে ছেলেকে খাবার জন্য ডাকে। এ সময় মোমিনুল হঠাৎ একটি কোদাল দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপানোর সময় বাড়ির লোকজন তাকে আটক করে।
পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, পরিবার থেকে বলা হয়েছে ছেলেটি মানসিক ভারসাম্যহীন। যেহেতু হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এ কারণে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসএ