ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত ২

কুষ্টিয়ার ভেড়ামারার মহিষাডোরা এলাকায় একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে লরি থেকে পেট্রোল আনলোড করার সময় হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। বিষয়টি ভেড়ামারা ফায়ার স্টেশনকে জানানো হলে ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এঘটনায় ওই ফিলিং স্টেশনের কর্মরত দুইজন কর্মচারী গুরুতর দগ্ধ হন। দগ্ধ দু’জনকে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া ফায়ার স্টেশন থেকে জানান, তেল আনলোড করতে গিয়েই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
দফাদার ফিলিং স্টেশনের মালিক জানান নিহত দুইজন দাফাদার ফিলিং স্টেশনের কর্মচারী।