জাতীয়প্রধান খবর

শিল্পাঞ্চলে জোনভিত্তিক ছুটি শুরু

বিদ্যুৎ সাশ্রয়ে শিল্পাঞ্চলে এলাকাভিত্তিক ছুটি আজ (১২ আগস্ট) থেকেই শুরু হয়েছে। এর ফলে ৪৯০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ সাশ্রয় হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর।  

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের প্রজ্ঞাপনে বলা হয়, দেশের শিল্পাঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করার লক্ষ্যে ভিন্ন ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটি পুনর্বিন্যাস করা হলো।পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ শ্রম আইনের ক্ষমতাবলে এই ছুটি কার্যকর হবে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সারা দেশকে সাতটি এলাকায় ভাগ করে সপ্তাহের সাত দিনই কোনও না কোনও জোনে ছুটি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে শিল্প-কারখানায় নির্বিঘ্নে উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হবে।

এর আগে লোডশেডিং কমাতে দেশের পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলগুলোতে আলাদা দিনে সাপ্তাহিক ছুটি দেওয়ার কথা জানায় সরকার আর সরকারের এই পরিকল্পনার সঙ্গে একমত প্রকাশ করে ব্যবসায়ীরা। গত ৭ আগস্ট বিদ্যুৎ ভবনে ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই, বিজিএমই, বিটিএমএ ও বিকেএমইএর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ওই বৈঠকে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button