টি-টোয়েন্টি দলের অধিনায়ক হলেন সাকিব আল হাসান। তবে পূর্ণ মেয়াদে নয়, আসন্ন এশিয়া কাপ, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপের জন্য অধিনায়ক করা হয়েছে তাকে।
শনিবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিবিসি) ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস এ কথা জানান।
তিনি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সাকিব অধিনায়ক থাকবেন। এশিয়া কাপ, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপ পর্যন্ত সাকিবের কাঁধে থাকবে দেশের টি-টোয়েন্টি নেতৃত্ব।
এর আগে বিকেল ৩টার পরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাকিবকে নিয়ে বৈঠকে বসেন বিবিসি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। বৈঠকে উপস্থিত ছিলেন দুই পরিচালক খালেদ মাহমুদ সুজন ও জালাল ইউনুস। সঙ্গে ছিলেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। বিকেল ৪টার পর শুরু হয় এই বৈঠক। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইউনুস।