জাতীয় শোক দিবসে বগুড়া জেলা পরিষদের আলোচনা সভা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে জেলা পরিষদের আয়োজনে পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্বে করেন জেলা পরিষদের প্রশাসক ডা: মকবুল হোসেনে। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক।
জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি’র পরিচালানায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু।
আলোচক ছিলেন পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট মন্তেজার রহমান মন্টু, আব্দুর রউফ খান, অ্যাডভোকেট সেকেন্দার আলী।
উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক মাশরাফি হিরো, সদস্য কামরুল হুদা উজ্জ্বল, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ্ জেলা পরিষদের উপ-সহকারি প্রকৌশলী মোঃ জাকির হোসেন ও জেলা পরিষদের প্রধান সহকারি শফিকুল ইসলাম বাদশা।
এসএ