বগুড়া জেলা
বগুড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বগুড়ায় ৪৫০ পিস ইয়াবাসহ কামরুল ইসলাম ওরফে তাঁরা চাঁন আকন্দ(৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি)।
গ্রেফতারকৃত কামরুল মৃত ফজলার রহমানের ছেলে এবং তার নামে এর আগেও দুইটি মামলা রয়েছে বলেছে জানিয়েছে ডিবি।
রোববার সাড়ে ১২টার দিকে ধুনটের চৌকিবাড়ী উত্তরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। এসময় কামরুলকে ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এসএ