নন্দীগ্রাম উপজেলাপ্রধান খবর
বগুড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে ডুবে মায়া মনি (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত মায়া মনি সদর ইউনিয়নের গোছন গ্রামের বিপ্লব হোসেনের মেয়ে।
রোববার বেলা সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরে মায়া মনি সবার অজান্তে বাড়ির সামনের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেলে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ওই শিশুর লাশ ভাসতে দেখা যায়।
ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল মায়া মনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা মায়া মনির মরদেহ উদ্ধার করে।
এসএ