জাতীয় শোক দিবসে বগুড়া পরিবহন মালিক সমিতির আলোচনা সভা
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে কর্মসূচী গ্রহন করা হয়।
কর্মসূচীর মধ্যে ১৫ আগষ্ট সূর্য উদয়ের সাথে সাথে কেন্দ্রীয় টার্মিনালে বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির টার্মিনাল অফিসের সামনে জাতীয় পতাকা অর্ধনিমিত এবং কালো পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় বাস টার্মিনাল অফিসে সকাল থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক গান পরিবেশিত হয়। বেলা ১১ ঘটিকায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সভাপতি ও বগুড়া জেলা আওয়ামীলীগ এর ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক জনাব শাহ্ মোঃ আখতারুজ্জামান ডিউক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিজন ও বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জনাব তৌফিক হাসান ময়না।
আরো উপস্থিত ছিলেন ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক জনাব মোঃ সাহিদুল ইসলাম রতন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মোঃ সাইদুজ্জামান মনা, ১৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জনাব মোঃ লিটন সহ আরো অনেকে।
শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনায় বক্তারা ১৫ আগষ্ট এর সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। শাহাদৎ বার্ষিকী ও শোক দিবসে আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতি ও বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম-সাধারন সম্পাদক জনাব মোঃ শফিকুল ইসলাম।আলোচনা সভাশেষে বাদ আছর কেন্দ্রীয় টার্মিনাল মসজিদে মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাধারন সম্পাদক জনাব মোঃ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
এসএ