বগি লাইনচ্যুত: ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে।
রোববার (১৪ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে মহানগরীর ধীরাশ্রম রেল স্টেশন অতিক্রম করার পরপরই ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয় ও মাঝখানের একটি বগি উল্টে যায়।
এতে ঢাকা-রাজশাহী, উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমবঙ্গগামী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ১১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এ ঘটনায় আহত হন অন্তত ১২ জন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার রেজাউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার পর রাত ১২ টার দিকে রিলিফ ট্রেন উদ্ধার কার্যক্রম শুরু করে। সোমবার (১৫ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।