প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় বিভিন্ন বাজারে অভিযান, ব্যবসায়ীদের জরিমানা

বগুড়া শহরের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শহরের নুরানী মোড়, রাজাবাজার ও ফতেহ আলী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম জানান, নুরানী মোড়ে আজাদ গ্রুপে সয়াবিন তেলের ক্রয় রশিদ এবং স্টকে থাকা তেলের হিসেব যথাযথভাবে প্রদর্শন করতে না পারায় ১০ হাজার টাকা, রাজা বাজারে ফজলু স্টোরে সয়াবিন তেলের বিক্রয়মূল্য ধার্যমূল্যের চেয়ে বেশি রাখায় এক হাজার টাকা এবং ফতেহ আলি বাজারে মেসার্স সেকেন্ডার চাল ভান্ডারে তালিকা/প্রতিশ্রুত মূল্যের চেয়ে চালের মূল্য বেশি চাওয়ায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button