প্রধান খবরবগুড়া জেলাশিবগঞ্জ উপজেলা

বগুড়ায় প্রেমের জালে ফাঁসিয়ে মোটরসাইকেল ও স্মার্টফোন ছিনতাই

বগুড়ায় প্রেমের জালে ফাঁসিয়ে যুবকের মোটরসাইকেল ও স্মার্টফোন ছিনতাইয়ের অভিযোগে এক নারীকে গ্রেফতার ও ছিনতাইকৃত মালামাল উদ্ধার করেছে শিবগঞ্জ পুলিশ।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে শিবগঞ্জ থানা পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া সদরের দাড়িয়াল গ্রামের মোঃ আব্দুল ওয়াহাব গেল কয়েকদিন আগে লটারীতে একটি টিভিএস ব্রান্ডের এ্যাপাচি ফোরভি ১৬০ সিসি মোটর সাইকেল পায়। মোটরসাইকেলটি ওয়াহাব ও তার ছেলে রবিন (১৭) ব্যবহার করতো। তবে সেই মোটরসাইকেলের দিকে নজর পড়ে পার্শ্ববর্তী তেলধাপ গ্রামের একাধিক দস্যুতা, ডাকাতি ও মাদক মামলার আসামী সিরাজুল ইসলাম সেতুর।

জানা যায়, সিরাজুল আব্দুল ওয়াহাবের লটারীতে পাওয়া মোটর সাইকেলটি ছিনতাই করার পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী সিরাজুল তার নিজের স্ত্রী বৃষ্টিকে ভুক্তভোগীর ছেলে রবিনের মোবাইল নম্বর সংগ্রহ করে দেয় এবং তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে বলে। মোবাইলে কথা বলার মাত্র কয়েদিনের মধ্যেই রবিনের সাথে প্রেমের সম্পর্ক করে দেখা করতে ও তার মোটর সাইকেলে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয় বৃষ্টি।

কথিত প্রেমিকার এমন প্রতিশ্রুতিতে ৯ই আগস্ট দুপুরে নিজের মোটরসাইকেল নিয়ে বৃষ্টির সাথে দেখা করতে ভাসুবিহার নরপতির ধাপ এলাকায় যায় । সেসময় তার সঙ্গে বন্ধু নিরবও ছিল।

একই সময়ে বৃষ্টি রবিনের সাথে থেকে মোবাইলে তার স্বামী সিরাজুলকে ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে কোথায় কি করছে সে তথ্য দেয়। একপর্যায়ে নির্জনে কথা বলার সময় কৌশলে রবিনকে স্পীডের বোতলে নিয়ে যাওয়া চেতনা নাশক ঔষধ মেশানো পানীয় খাওয়ায় বৃষ্টি।

এর কিছুক্ষনের মধ্যে রবিন অসুস্থ্যবোধ করায় তার বন্ধু নিরবের সহায়তায় মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা হয়। তবে আগে থেকে ভাসুবিহার নরপতির ধাপ রাস্তার পাশে ওৎ পেতে থাকা সিরাজুল এবং তার সহযোগীসহ রবিনের মোটর সাইকেল আটক করে। পরে রবিনকে নির্জন স্থানে গিয়ে তাকে মারপিট করে রাস্তার উপর ফেলে দেয়। পাশাপাশি তার কাছে থাকা স্মার্টফোন ও মোটরসাইকেলটি ছিনতাই করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রতারক চক্রটি।

এ ঘটনায় গেল রোববার (১৪ আগস্ট) শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী কিশোরের মা রোজিনা আক্তার।

অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় কথিত প্রেমিকা বৃষ্টিকে সনাক্ত করে গ্রেফতার করা হয়। একই সাথে ছিনতাইকৃত স্মার্টফোন এবং মামলার ঘটনার সাথে জড়িত আসামীদেরকে গ্রেফতারে অভিযান পরিচালনাকালে দিনাজপুরের বিরমাপুর থেকে মোটরসাইকেলটিও উদ্ধার করে।

বিষয়টি সম্পর্কে শিবগঞ্জের উপ-পরিদর্শক (এসআই) মোশারফ আহমেদ বলেন, গ্রেফতারকৃত আসামী বৃষ্টিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে সে ফৌজদারী কার্য্যবিধি ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। তবে মামলার প্রধান আসামী সিরাজুল ইসলাম পলাতক রয়েছেন। একই সাথে মামলার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে কাজ করছে শিবগঞ্জ পুলিশ বলেও জানা গেছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button