বগুড়ায় ৩ ডিম ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকাল সাড়ে চারটা থেকে পৌণে আটটা পর্যন্ত শহরের দত্তবাড়ি, শহীদ তারেক রোড ও রাজাবাজারে এ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম এ অভিযানে নেতৃত্ব দেন। এসময় বাজার পরিদর্শক আবু তাহের এবং আইন শৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম জানান, শহীদ তারেক সড়কে মেসার্স সেলিম এন্টারপ্রাইজ এর ডিমের আড়ৎ/গুদাম এর কৃষি বিপণন লাইসেন্স না থাকায় এবং ট্রেড লাইসেন্স নবায়নকৃত না থাকায় পনের হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া সরকারি রাস্তা অবৈধভাবে দখল করায় দুই ব্যবসায়ীকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, রাজাবাজার ও রাজাবাজার রেলগেইটে ডিমের খুচরা ও পাইকারি বাজারে ডিমের বিক্রয় মূল্য দীর্ঘক্ষণ অবস্থান করে তাদারকি করা হয়।
এসময় মোবাইল কোর্টের উপস্থিতিতে সাধারণ ক্রেতারা ৪৫ টাকা প্রতি হালি মূল্যে ডিম ক্রয় করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসএ